ইলিশের প্রজনন মৌসুম অর্থাৎ আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন আনোয়ারার পারকী হতে বার আউলিয়া, জুইদন্ডী ৬নং ঘাট, তৎসংলগ্ন নদী ও বঙ্গপোসাগর এর প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকাসহ দেশে প্রতিটি প্রজনন এলাকায় সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে আনোয়ারা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ন মোরশেদ নানা উদ্যোগ গ্রহণ করেছেন। ২৯ সেপ্টেম্বর হতে এলাকায় এলাকায় মাইকিং, ব্যানার প্রদর্শন, জেলে পল্লীতে সচেতনতা সভাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। ২৫ সেপ্টেম্বর আনোয়ারা উপজেলা সমন্বয় সভায় প্রজনন মৌসুমে ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮’ বাস্তবায়ন সংক্রান্ত এ সিদ্ধান্ত হয়েছে। সমুদ্র উপকূলীয় এলাকা এবং মোহনাগুলোতেও এই ২২ দিন মাছ ধরা বন্ধ থাকবে এবং সংশ্লিষ্ট এলাকায় ২২ দিন অভিযানও পরিচালিত হবে। উপজেলা প্রসাশন, পুলিশ প্রসাশন, কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলে সম্প্রদায়, মৎস্য সমিতি, সাধারণ জনগণসহ প্রশাসনের সংশ্লিষ্টদের এ সময় সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আহ্বান জানান। আনোয়ারায় মোট ৩৫৮২ জন জেলে রয়েছে তার মধ্যে উপকূলীয় ২৫০০ জেলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছ ধরার উপর নির্ভরশীল। এ ২২ দিনে সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলে পরিবারকে ২০ কেজি করে চাউল দেওয়া হবে বলে জানান সৈয়দ হুমায়ন মোরশেদ।