• 22 Dec, 2024

ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রথিতযশা সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী

ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রথিতযশা সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী

ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রথিতযশা সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী

দৈনিক আমাদের বাংলা, দৈনিক আমাদের চট্টগ্রাম, দৈনিক আমাদের কক্সবাজার ও দ্যা ট্যুরিস্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আমাদের গ্রুপ এর প্রতিষ্ঠাতা, জাতীয় প্রেসক্লাবের সদস্য দেশের প্রথিতযশা সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশ এডিটর্স ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় ৪ অক্টোবর বৃহস্পতিবার আনোয়ারা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটিজি টাইমস এর সম্পাদক ও প্রকাশক মসরুর জুনাইদ, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুর নূর চৌধুরী, সাধারণ সম্পাদক বজলুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম সালাউদ্দিন, অর্থ সম্পাদক বদরুল হক প্রমুখ। আনোয়ারা প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা, সংবাদপত্র শিল্পকে প্রকৃত সাংবাদিকদের হাতে ফিরিয়ে আনতে এবং পত্রিকা সম্পাদকদের অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নবগঠিত এ সংগঠনটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সময়ের প্রয়োজনেই এ সংগঠনটির জন্ম হয়েছে। আর মাতৃভূমির অগ্রযাত্রায় ভূমিকা পালনকারী সাংবাদিক সমাজের আমূল পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যে আমি আমার এ সংগঠনের পক্ষ থেকে আমৃত্যু লড়ে যাবো।