শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা
শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা
আনোয়ারা সিইউএফএল সড়ক মরণ ফাঁদ, যুবলীগের উদ্যোগে সংস্কার
আনোয়ারার সবচেয়ে ব্যস্ততম সিইউএফএল সড়কে প্রায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে যার ফলে মারাত্বক ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন সিইউএফএল ও কাফকোর সারের বড় বড় ট্রাক যাতায়াত করছে পুরোটায় ঝুঁকি নিয়ে। কেইপিজেড এর হাজার হাজার শ্রমিক এবং পশ্চিম আনোয়ারায় যাতায়াতের ব্যস্ততম একমাত্র এই সড়কটি দ্রুততম সময়ে সংস্কার করে চলাচলের উপযোগী না করলে যে কোনো মুহুর্তে দুর্ঘটনায় প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চাতরী চৌমুহনী ইউসিবি ব্যাংকের সামনে এবং বৈরাগ আমানউল্লাহ্ পাড়ার রাস্তার মাথায় বড় বড় গর্তগুলো পুকুরে রূপ নিয়েছে যার কারণে এসব স্থানে দুর্ঘটনা এড়ানোর জন্য আনোয়ারা উপজেলা যুবলীগের সভাপতি শওকত ওসমানের নেতৃত্বে যুবলীগের নেতৃবৃন্দ ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান এর সাথে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান পাহাড়ের মাটি ও ভাঙ্গা ইটের ব্যবস্থা করে আমানউল্লাহ পাড়া রাস্তার মাথায় পুকুরে রূপ নেওয়া বড় গর্তটি ভরাট করার নির্দেশ দেন। যুবলীগ নেতা মোঃ কামাল উদ্দিন ও মোঃ ওমর ফারুক সহ প্রায় ২০ জনের মত যুবলীগের নেতা কর্মী স্বেচ্ছায় শ্রম দিয়ে মাটি ভরাট করে যাতায়াতের ব্যবস্থা করেন।
এ ব্যাপারে যুবলীগ নেতা মোঃ কামাল উদ্দিন ও ওমর ফারুক বলেন, সিইউএফএল সড়কের বড় বড় গর্তগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ গর্তটি ভরাট করলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিশীঘ্রই পুকুরে রূপ নেওয়া গর্তগুলো ভরাট না করলে যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় বাসিন্দা ও এ সড়ক ব্যবহারকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে নজর দেয়ার জন্য দাবি জানান।
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত