• 22 Dec, 2024

আনোয়ারা প্রেসক্লাবের দাবি, প্রধান সড়ক গুলোর বেহাল দশা ভূমি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষন

আনোয়ারা প্রেসক্লাবের দাবি, প্রধান সড়ক গুলোর বেহাল দশা ভূমি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষন

আনোয়ারা প্রেসক্লাবের দাবি, প্রধান সড়ক গুলোর বেহাল দশা ভূমি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষন

আনোয়ারা উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি, আরো যোগ হয়েছে মুশুলধারে বৃষ্টি। দিনে দিনে সড়ক গুলো যান চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ব্যস্ততম সিইউএফএল সড়কের পাচঁ সিকদারের পুল কালভার্টটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। সরজমিনে পরিদর্শনে বের হয় আনোয়ারা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। দেখা যায় সিইউএফএল সড়কে প্রতি ২০ থেকে ৫০ ফুট পর পর ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে, চৌমুহনী ইউসিবিএল ব্যাংকের সামনে থেকে নিয়ে কেইপিজেড এর প্রধান গেইট পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে প্রায় দুই কিলোমিটার সড়ক। এর মধ্যে পাঁচ সিকদার পুল কালভার্টটি ভেঙ্গে রাস্তার দু পাশে বিকাল পাঁচটা হতে সন্ধ্যা আটটা পর্যন্ত কেইপিজেডের কারখানা ছুটি হওয়ায় অসহনীয় জানজটের কারনে জনগনের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। জনগনের মুখে মুখে শুনা যাচ্ছে ভূমি প্রতিমন্ত্রীর আলোচনা সমালোচনা।

নির্বাচনের সৃষ্টি হচ্ছে মিশ্র প্রতিকৃৃ্িয়া। চৌমুহনী থেকে সেন্টার দশ মিনিটের পথ যাইতে সময় লাগছে এক ঘন্টা, আজ বেলা ১২টা হতে কালভার্টটিতে বিকল্প ভাবে যাতায়াত করার জন্য সিইউএফএল কর্তৃপক্ষ উভয় দিকে কয়েক ট্রাক বালু পেলে যাতায়াতের ব্যবস্তা করে দেওয়া হচ্ছে, কিন্তূ এটা কোন স্থায়ী সমাধান নয়। এই সড়ক দিয়ে পশ্চিম আনোয়ারার লক্ষ লক্ষ মানুষ ছাড়া ও কেইপিজেড এর হাজার হাজার শ্রমিক জীবনের জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চলাচল করছে।এ ব্যাপারে সিইউ- এফএলের এমডি বিদু্্যত কুমার বিশ্বাস এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা সিদ্ধান্ত গ্রহন করেছি অল্প সময়ের মধ্যে কালভার্ট ও রাস্তা মেরামতের কাজ শুরু করব।এছাড়া ও আনোয়ারা পিএবি সড়ক,মুরালী সড়কের অবস্থা ও একই। আনোয়ারা উপজেলা থানার পূর্ব গেইট হতে জয়কালী বাজার মুরালী ঘাট পর্যন্ত বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, আনোয়ারা প্রেস ক্লাব নেতৃবৃন্দ সড়ক পরিদর্শনে জনগনের দূভোগ লাঘব করার জন্য প্রিন্ট ও অনলাইন মিডিয়ার মধ্যমে চট্রগ্রামের ১৩আসনের এমপি সরকারের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাবেদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে, দ্রুত সময়ে প্রধান প্রধান সড়ক গুলো যান চলাচলের উপযোগী পদক্ষেপ গ্রহন করা একান্ত প্রয়োজন।

পরিদর্শনে আনোয়ারা প্রেস ক্লাবের প্রতিষ্টাতা ও বর্তমান সভাপতি প্রবীন সাংবাদিক আবদুর নুর চৌধুরীর নেতৃত্বে সাথে ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক বজলুল হক, সাংগঠনিক সম্পাদক এস.এম.সালাহ্ উদ্দীন, অর্থ সম্পাদক বদরুল হক, প্রচার সম্পাদক এনামুল হক নাবিদ, শিক্ষা সম্পাদক এম, এইচ ইমরান চৌধুরী, সদস্য সাদ্দাম হোসেন, রিয়াদ হোসেন প্রমূখ।